মোঃ মুন্না আলী পুঠিয়া উপজেলা প্রতিনিধি (রাজশাহী)
রাজশাহীর পুরো পুঠিয়া উপজেলা জুরে সরিষার চাষাবাদ কম হলেও হলুদের সমারাহ লক্ষ্য করা গেছে। পুঠিয়া উপজেলার শীলমারিয়া ও ভাল্লুকগাছিতে এবার বেশি সরিষা চাষ হয়েছে। কৃষকরা আশা করছেন সরিষার বাম্পার ফলনের। কিন্তু উপজেলার বানেশ্বর বেলপুকুর পুঠিয়া জিওপাড়া ইউনিয়নের মধ্যে এবার কম চাষ হয়েছে সরিষা।
এই এলাকার চাষিরা বলছেন এবার রসুন ও পেঁয়াজের দাম ভালো হওয়ায় আমরা সবাই সরিষার চাষ বাদ দিয়ে রসুনও পিয়াজ চাষ করছি। যদি এই ফসলের দাম আশানুরূপ না পাই তাহলে সামনে বার পুনরায় সরিষা চাষ করব ।
পুঠিয়া উপজেলার ভাল্লুকগাছি এলাকার আমজাদ হোসেন বলেন, আগের বারের মতো এবারেও সরিষা চাষ করেছি আশা করি ভালো ফলন পাবো তিনি আরো বলেন ফলন ভালো হলে প্রতি বিঘায় ৬ থেকে ৮ মন সরিষা উঠতে পারে।
এব্যাপারে পুঠিয়া উপজেলা কৃষি অফিসার জানান, এ মৌসুমে উপজেলাতে সরিষা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২ শ হেক্টর জমিতে। কিন্তু এ বছোর রসুন পেঁয়াজের দাম ভালো দেখে বেশিরভাগ চাষীরাই সরিষার চাষে এবার আগ্রহ হারিয়ে ৩ হাজার ১৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে সরিষা। এবার রসুন পেঁয়াজ চাষ করে ভালো করতে না পারলে সামনে বার আবার লক্ষ্যমাত্রা অর্জন হবে আশা করি। গত বছর চাষ হয়েছিল ৫ হাজার ১৫০ হেক্টর জমিতে।