মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌরসভার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বালিজুড়ী এস,এম ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াতে আমীর মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা জামায়াতে সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি এডভোকেট সুলতান মাহমুদ, মাদারগঞ্জ উপজেলা জামায়াতে আমীর মাওলানা নূরুল আমিন, সাবেক আমীর শাহীন আক্তার খান পিটার, সেক্রেটারি ফরহাদ হোসেন, সাহিত্য সংস্কৃতি সম্পাদক আব্দুল আজিজ জামালী, জেলা আইনজীবী পরিষদ নেতা আব্দুল মতিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাদারগঞ্জ শাখার সভাপতি মাওলানা শেখ সাদিউর রহমান প্রমূখ। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌরসভার আমীর আতিকুর রহমান সেলিম ও সঞ্চালনায় সেক্রেটারি শরিফুল ইসলাম।
এ সময় জামালপুর জেলা, মাদারগঞ্জ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড শাখার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।