মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে মো. বাবুল খাঁন নামে এক প্রভাবশালী তিনফসলি জমিতে মাছের ঘের কাটা বন্ধের দাবীতে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় অর্ধশতাধীক কৃষক। এদিকে ওই প্রভাবশালী প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে জোর পূর্বক ঘের কাটার চেষ্টা করলে স্থানীয় ভূক্তভোগী কৃষক ও কৃষানী মানববন্ধন ও থানা ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন। আজ শনিবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন, মনোয়ারা বেগম, কৃষক আঃ রব চৌকিদার, নাদু শেখ, সালাম চৌকিদার, করম আলী চৌকিদার, বোরহান হাওলাদার, জিন্নাত খান কৃষানী রোজিনা বেগম ও কুলসুম বেগম প্রমুখ।
এলাকা ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের বাঘুরিয়া গ্রামের মিলন খানের ছেলে বাবুল খান একই এলাকার দক্ষিন বাঘুরিয়ার বিলে ভেকু দিয়ে তিনফসলী জমি কেটে মাছের ঘের নির্মান কাজ শুরু করেন। তবে ঘের নির্মান করলে ওই বিলের প্রায় ২০ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারন জনগনের ফসলি জমিতে আবাদ বন্ধ হয়ে যাবে। তাই অর্ধশতাধীক স্থানীয় কৃষক মিলে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ বেশ কয়েকবার ঘটনাস্থলে গিয়ে ওই প্রভাবশালীকে ঘের নির্মান কাজ বন্ধ করতে নির্দেশনা প্রদান করেন। এদিকে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে ফের ওই প্রভাবশালী বেশ কিছু লোকজনকে পক্ষে নিয়ে পুনরায় ঘের নির্মান কাজ শুরু করেন। এতে করে উভয় পক্ষের মাছে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে ওই প্রভাবশালী প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে জোর পূর্বক পূনরায় ঘের কাটার চেষ্টা করলে স্থানীয় ভূক্তভোগী কৃষক ও কৃষানী মিলে কৃষি জমিতে মানববন্ধন ও থানা ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেন।
স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন, মনোয়ারা বেগম, কৃষক আঃ রব চৌকিদার, নাদু শেখ, সালাম চৌকিদার, করম আলী চৌকিদার ও বোরহান হাওলাদার বলেন, আমাদের বিলের তিন ফসলি জমিতে জোর করে মাটি কেটে ঘের বানাতে চাচ্ছে বাবুল খা, তবে ঘের বানালে আমাদের সমস্ত জমি গুলো পানিতে তলিয়ে যাবে। তাই আমরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের কাছে ঘের নির্মান কাজ বন্ধের দাবীতে লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু প্রভাবশালী বাবুল খান টাকার জোরে প্রশাসনের বাধা উপেক্ষা করে ফের ঘের নির্মান কাজ শুরু করেন। তাই দ্রুত ঘের নির্মান কাজ বন্ধের দাবী যানাই।
অভিযুক্ত বাবুল খানের চাচা কুদ্দুস খান বলেন, আমাদের জমিতে আমরা মাটি কাটি তাতে ওদের কি?।
বালিগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ঘের কাটা নিয়ে গ্রামের দুই গ্রুপের মধ্যে অনেক দিন ধরে উত্তেজনা চলছে। তবে ইউএনও স্যারের মাধ্যমে এ ঘটনার মিমাংসা করার চেষ্টা করা হবে।
ডাসার থানার ওসি মহম্মদ আব্দুল বারিক পিপিএম বলেন, ঘের কাটা নিয়ে গ্রামের দুই গ্রুপের মধ্যে কয়েকবার উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে ডিসি স্যারের নির্দেশনা না পেয়ে ঘের কাটা বন্ধ রাখার জন্য বলে দেয়া হয়েছে।
এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উত্তম কুমার দাশ বলেন, ফসলি জমিতে ঘের কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।