বিপ্লব সরকারঃ স্টাপ রিপোর্টার, নওগাঁ
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের ফহিমপুর গ্রামে অদ্যয় বিকাল ৪ ঘটিকায় বালু বোঝায় ট্রাকটরের চাকায় পিষ্ট হয়ে মোঃ আবু সাঈদ (৪৫) নিহত হয় । সাং পদ্মপুকুর নজিপুর ইউনিয়ন, পত্নীতলা নওগাঁ। বালু বোঝাই ট্রাকটরটি ফহিমপুর হয়ে কাটাবাড়ি নদীর ঘাটে বালু নিতে যায় বালু নিয়ে আসার সময় ফহিমপুর গ্রামে পোঁছালে ট্রাকটরের পিছন সাইড উঠতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয় তাৎক্ষণিক খবর পেয়ে এলাকার লোকজন রক্ষা করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।