মিলন হোসেন, স্টাফ রিপোর্টার, বগুড়া
গত (২৮ জানুয়ারি) আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় ছিনতাইকৃত মোবাইল ফোনের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে ভিকটিম হৃদয়ের সাথে আসামীদের বিরোধ ও মনোমালিন্যের জের ধরে বগুডা সদর থানাধীন ফুলবাড়ী মধ্যপাড়া নান্নুমতি মাদ্রাসার পুকুর পাড়ে রবিন ও অন্যান্য আসামীরা ভিকটিম হৃদয়কে উপর্যুপরি ধারালো ছুরি দ্বারা বাম উরুতে, পেটের বাম পাশে এবং নিতম্বের বাম পাশে আঘাত করে যা ভিকটিমের পিতা মোহাম্মদ বাবু মিয়া দূর থেকে দেখতে পান। পিতার ডাক চিৎকারে আসামীরা হৃদয়কে রক্তাক্ত অবস্থায় সরিষা ক্ষেতে ফেলে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ভিকটিম হাসপাতালে নেওয়ার পরপরই মারা যায়।
যার প্রেক্ষিতে ভিকটিমের পিতা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং ৬৮ তারিখ- ২৮/০১/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। যা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
যার ধারাবাহিকতায় র্যাব ১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আতিকুর রহমান মিয়া পিপিএম এর দিকনির্দেশনায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় সিপিএসসি বগুড়া ও র্যাব-১ এর যৌথ অভিযানে ডিএমপি এর উত্তরা পূর্ব থানাধীন ০৪ নাম্বার সেক্টর এর ১০ নাম্বার রোডের মাইলেশিয়াম স্কুলের সামনে অভিযান পরিচালনা করে বগুড়া জেলার আলোচিত হৃদয় হত্যাকন্ডের মূল আসামি রবিন (২২) পিতা: আঃ জলিল সাং ফুলবাড়ি মধ্যপাড়া থানা ও জেলা বগুড়া কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার নিকট হতে ০১ টি মোবাইল ফোন ০১টি সিম ও নগদ ৫৮০ টাকা জব্দ করা হয়।
আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানার হস্তান্তর করা হয়েছে।