ঢাকাSunday , 2 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • দেবীগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের একাউন্ট থেকে মসজিদের টাকা উধাও।

    দেশ চ্যানেল
    February 2, 2025 11:51 am
    Link Copied!

    আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।

    পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মার্কেন্টাইল ব্যাংক পিএলসি দেবীগঞ্জ শাখার আওতাধীন এজেন্ট ব্যাককিং কালীগঞ্জ শাখার এক একাউন্ট থেকে মসজিদের টাকা উধাও হয়েছে। টাকা উধাও হওয়ার ঘটনাটি ঘটেছে দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারের এজেন্ট ব্যাংকিং এর এজেন্ট মেসার্স সাবু ট্রেডার্সে। সাবু ট্রেডার্সের মালিক আব্দুর রাজ্জাক। তার কালীগঞ্জ বাজারে বিভিন্ন কোম্পানীর ডিলারশীপের শোরুম রয়েছে। তার পাশাপাশি সে মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর শাখা নেন।

    দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি ইউনিয়নের সুন্দরদীঘি খোড়ারপাড় জামে মসজিদের একটি সঞ্চয়ী হিসাব খোলা হয় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি কালীগঞ্জ এজেন্ট ব্যাংকিং শাখায়। সেখানে হিসাব খোলার পর মসজিদের বিভিন্ন আয়ের উৎস ও মুসুল্লিদের জমানো টাকা সেই হিসাব নম্বরে জমা করা হতো৷ তৎকালীন সময়ের সভাপতি কামাল উদ্দীন ও সাধারন সম্পাদক ছিলেন ওয়ারেস আলী। তাদের কার সময়ে ২০২২ সালের ১৫ ডিসেম্বর ৫ হাজার ও ১৮ ডিসেম্বর ৫ হাজার এবং ২০২৩ সালের ৫ জুলাই ৩৩ হাজার টাকা তিন দফায় ৪৩ হাজার টাকা জমা করেন। টাকা জমা করার পর তারা আর মসজিদের টাকা উত্তোলন করেননি।

    গত ২৮ জানুয়ারী ওই মসজিদের কমিটির নতুন সভাপতি সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক ওয়ারেস আলী মুসুল্লিদের জমানো ৩৩ হাজার টাকা পুনরায় জমা দেন৷ টাকা জমা দেয়ার পর তারা ব্যাংকের হিসাব বিবরনী উত্তোলন করেন। হিসাব বিবরনী উত্তোলন করার পর তারা দেখতে পান পূর্বের কমিটির সময়ে দেয়া তিন দফায় জমা করা ৪৩ হাজার টাকার মধ্যে পরের দেয়া ৩৩ হাজার টাকা জমা হয়নি। পরে তারা সাথে সাথেই পূর্বের কমিটির সভাপতি ও সম্পাদকের সাথে যোগাযোগ করেন। তারা বলেন আমরা তো টাকা জমা করেছি।

    পরে তারা এব্যাপারে দেবীগঞ্জ শাখায় যোগাযোগ করেন। পরে ব্যাংকের ম্যানেজার অনিয়মের কথা স্বীকার করে ওই ৩৩ হাজার জমা করার জন্য সুয়োগ চান। এমন বড় ধরনের অনিয়ম মেনে না নিয়ে মনজিদের কমিটির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য সদস্যরা স্থানীয় লোকজনের সাথে কথা বলেন।

    এজেন্ট ব্যাংকিং এর আব্দুর রাজ্জাক বলেন, আমরাই মসজিদের সবকিছু। মানুষ কোটি টাকা মেরে খাচ্ছে এটা দেখেন না।

    মসজিদের সাধারণ সম্পাদক ওয়ারেজ আলী জানান, ব্যাংকে টাকা জমা রাখার নির্ভরযোগ্য মাধ্যম হলো একটি একাউন্ট। আর সেই একাউন্ট থেকে যদি মসজিদের টাকা উধাও হয় তাহলে আমরা কোন জায়গায় টাকা রাখবো।

    স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা জানান, এজেন্ট ব্যাংকিং এ টাকা জমা দেয়ার পর রশিদ প্রদান করে। রশিদ দিয়ে সে টাকা আর ব্যাংকে জমা না করে আত্বসাত করা হয়। এটা একটি বড় ধরনের অনিয়ম। সব গ্রাহকের ক্ষেত্রে এমন করা হলে ব্যাংকের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে।

    স্থানীয় মুসুল্লিরা জানান, কালীগঞ্জের সাবু ট্রেডার্সের এই এজেন্ট ব্যাংকিং এ যেসব গ্রাহক টাকা রেখেছে তাদের প্রত্যেকের একাউন্ট পরীক্ষা করা হোক। তাদের টাকা ঠিক আছে নাকি আত্বসাত করা হয়েছে। একটি একাউন্ট হতে যেহেতু টাকা উধাও হয়েছে সে হিসেবে বাকি একাউন্ট থেকেও টাকা উধাও হতে পারে।

    দেবীগঞ্জ মার্কেন্টাইল ব্যাংক পিএলসির শাখার ম্যানেজার সারওয়ার মোঃ মাহাবুব মোর্শেদ টাকা আত্বসাতের বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন মসজিদের কমিটির সাথে সমঝোতা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। চেক আসলেই সমাধান হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST