আব্দুল্লাহ আল মামুন পিয়াস ঈশ্বরদী থানা প্রতিনিধি
ঈশ্বরদীতে বিজিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে এস এ পরিবহন শাখা থেকে নকল ডার্বি সিগারেট ও বিভিন্ন ব্র্যান্ডের নকল বিড়ি উদ্ধার করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৯ টার সময় ঈশ্বরদী থানার পাশে অবস্থিত এস এ পরিবহনের ঈশ্বরদী শাখায় অভিযান পরিচালনা করে নকল ব্যান্ডের বিড়ি সিগারেট উদ্ধার করা হয়।
কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটেলিয়ানের সরকারি পরিচালক জাকিরুল ইসলাম ও থানা পুলিশ এস আই সেলিম রেজার নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে বিড়ি ও সিগারেট গুলো নকল হিসেবে ধারণা করেন ঈশ্বরদী কাস্টমস অফিসার।
বিজিবি-৪৭ ব্যাটেলিয়ানের সরকারি পরিচালক জাকিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থেকে নকল বিভিন্ন ব্র্যান্ডের বিড়ি ও ডার্বি সিগারেট নিয়ে ঈশ্বরদীর দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমরা বিড়ি ও সিগারেট গাড়ি পিছু নিয়ে ঈশ্বরদী এস এ পরিবহন শাখা থেকে আটক করি। আমরা আটক করার পরে থেকে প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করি। কিন্ত মালিক না পাওয়ায় সেগুলো আপাতত কাস্টমসের হেফাজতে দেওয়া হয়েছে। পরবর্তীতে বিড়ির মালিক সঠিক কাগজ দেখাতে পারলে তাদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। কাগজপত্র এবং মালিককে না পাওয়া গেলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিড়ি ও সিগারেটগুলো ধ্বংস করা হবে।
বান্দরবন, গোপালগঞ্জ, টেকেরহাট তিন জেলাতে বিড়ি ও সিগারেট ঈশ্বরদী এস এ পরিবহন শাখা থেকে বুকিং করা হয়েছিল। বিড়ি ও সিগারেট মালিককে বিজিবি ও এস এ পরিবহন ঈশ্বরদী শাখা থেকে একাধিকবার ফোন করলে তারা বিভিন্ন কাজের উছিলা দেখিয়ে পরবর্তীতে ফোন বন্ধ করে রাখে। তিন ঘন্টা মালিকপক্ষের জন্য অপেক্ষা করেও তারা সঠিক কাগজপত্র এবং মালিকানা যাচাই-বাছাই করার জন্য ঘটনাস্থলে উপস্থিত না হলে সেগুলো আটক করে ঈশ্বরদী কাস্টমস আওতায় হস্তান্তর করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও ঈশ্বরদী থানা পুলিশের যৌথ অভিযানে বিড়ি ও সিগারেট আটক করা হয়। আটককৃত বিড়ি ও সিগারেট গুলো আপাতত কাস্টমের অফিসে বুঝিয়ে দেওয়া হয়। বিড়ির মালিক ও কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তীতে আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঈশ্বরদী কাস্টমসের গুদামের কর্মকর্তা মাহমুদুল হাসান আটককৃত বিড়ি ও সিগারেট বুঝে নেন। তিনি জানান, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা পরবর্তীতে কি ব্যবস্থা নেবেন সেটা পরবর্তীতে জানতে পারবেন।
উল্লেখ্য, আটককৃত ডার্বি সিগারেট ৭ হাজার প্যাকেট, ৬ হাজার প্যাকেট মনমোহন বিড়ি, রানা বিড়ি ২ হাজার প্যাকেট, দেশ বিড়ি ৩ হাজার ২ শত প্যাকেট, আকিজ বিড়ি ১২ হাজার ৪ শত প্যাকেট।