নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের বিরুদ্ধে অষ্টম শ্রেণির ছাত্রী হাবিবা খান মিষ্টিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে ছাত্রীটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয়ের মঞ্চে শিক্ষার্থীদের সামনে হাবিবা খান মিষ্টিকে বেত দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেন প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামান।
হাবিবার পরিবার জানায়, সে রোজা রেখেছিল এবং অসুস্থতা বোধ করায় পায়ে জুতা না পরেই স্কুলে গিয়েছিল। এ কারণেই প্রধান শিক্ষক তাকে মারধর করেন। বাড়িতে ফেরার পর হাবিবার প্রচণ্ড জ্বর আসে, পরে আজ (৫ ফেব্রুয়ারি) তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাবিবার বাবা মনিরুজ্জামান খান সেন্টু বলেন, “সামান্য কারণে প্রধান শিক্ষক কেন আমার মেয়েকে এতটা মারধর করল? এর সঠিক বিচার চাই। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দেব।”
এ বিষয়ে প্রধান শিক্ষক এস এম মুরাদুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। লোহাগড়া উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।