পুঠিয়া উপজেলা প্রতিনিধি (রাজশাহী)
রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিবপুর হাট এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে স্কুল শিক্ষক সহ আহত হয়েছেন ৪ জন । বর্তমানে তারা পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন ।
জানায় গত ৬ ফেব্রুয়ারি দুপুর ২ টায় এ ঘটনা ঘটে । আহত ব্যক্তিরা হলেন মোঃ গাজিউর রহমান সরদার (৫০) মোঃ মেজবাউর রহমান (২০) মোঃ তামিম রহমান সহ আরো অনেকে।
উপস্থিত কয়েকজন ব্যাক্তি সাথে কথা বললে তার জানান শিবপুর হাট এলাকার বাসিন্দা মোঃ গাজিউর রহমান ও মোঃ আব্দুস সামাদ , আবু বকর ও মোঃ হান্নানের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল । গত ৬ ফেব্রুয়ারি তাদের শালিশি বৈঠক বসে যেখানে গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এমন অবস্থায় হঠাৎ সবাই উত্তেজিত হয়ে গাজিউর রহমানের লোকজনের উপর হামলা করে।
এতে মারাত্মক ভাবে আহত হন গাজিউর রহমান। বাবার উপর হামলা দেখে তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার ছেলে মেজবাউর রহমান ও ভাতিজা তামিমের উপর হামলা করে এতে উভয়ের মাথা ফেটে যায় ।
এসময় হামলা চালায় মোঃ আব্দুস সামাদ আবু বকর চাঁন মিয়া, কাউছার সরদার মোঃ রাসেল , মোঃ মুন্না, মোঃ ইউসুফ, হিমেল সহ আরো অনেকে।
এঘটনায় আহত গাজিউর রহমানের সঙ্গে কথা বললে জানান আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয় এতে আমি আমার ছেলে ভাই ভাতিজা সহ অনেকে আহত হন । আমাদের চিৎকার শুনে বিপ্লব পিতা মৃত লুৎফর রহমান ও মোঃ শাহজাহান সরদার পিতা মৃত আঃ রহমান সরদার আমাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে আমি বাদি হয়ে পুঠিয়া থানায় অভিযোগ দায়ের করি ।
এ বিষয়ে বিবাদী কাওছার সরকার পিতা: আব্দুস সামাদ এর সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন করলে তাকে পাওয়া যায়নি। ফোন ঢুকলেও রিসিভ করেননি।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) কবির হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান , আমরা বিষয়টি জানতে পেরেছি , আহত ব্যক্তিরা চিকিৎসাধীন রয়েছেন। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।