নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের কুষ্টিয়া জেলা থেকে প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশ চ্যানেল ৩য় বছর শেষে ৪র্থ বছরের আজ ৯ ফেব্রুয়ারি ২০২৫ এ পদার্পণ করেছে। বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলার দেশ চ্যানেল প্রতিনিধি মুন্না ইসলাম আগুন ও দূর্গাপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের উদ্যোগে । কেক কাটে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত ৯ই ফেব্রুয়ারি উপজেলা পরিষদ হল রুমে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দূর্গাপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের প্রধান উপদেষ্টা সাবরিনা শারমিন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সদস্য, মোঃ রেন্টু, সদস্য রাজশাহী জেলা যুবদল, মোঃ চয়েন উদ্দিন,সাবেক আহ্বায়ক,উপজেলা যুবদল সহ অনেক নেতা কর্মী ।
রাজনৈতিক ব্যক্তি বর্গ ছাড়াও উপস্থিত ছিলেন মোঃ সোহানুর রহমান, সদস্য সচিব, দুর্গাপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ আহবায়ক কমিটি, মমিন উদ্দিন,যুগ্ন আহবায়ক, ১নং সদস্য আলামিন হক বিজয়, জাতীয় দৈনিক আওয়ার বাংলাদেশ, সদস্য মোফাজ্জল হোসেন মায়া, জাতীয় দৈনিক আমার দেশ,মোঃ ইসমাইল হোসেন, দৈনিক মাতৃজগত । সাংবাদিক আসাদুজ্জামান সুমন,জাহাঙ্গীর আলম আকাশ, জাকির হোসেন বাবলু,আকাশ ইসলাম,রাশেদুর রহমান, আলামিন ইসলাম সহ দেশ চ্যানেলের পাঠক ও শুভাকাঙ্ক্ষী ।
দেশ চ্যানেলের প্রকাশক ও সম্পাদক মোঃ তুহিন হোসেন এক বার্তায় বলেন, আমরা দেশের সকল আইন মেনে আমাদের কার্যক্রম পরিচালনা করি । আমাদের সকল প্রতিনিধি সরজমিনে তথ্য সংগ্রহ করে সত্য প্রকাশ করে থাকেন। তিনি দেশের মানুষের কাছে দেশ চ্যানেলের জন্য দোয়া প্রার্থনা করেন ।
দেশ চ্যানেলের যুগ্ম সম্পাদক সিনিয়র সাংবাদিক জনাব বিপ্লব সাহা তাঁর বার্তায় বলেন, দেশ চ্যানেল সবসময় সত্য প্রকাশ করে থাকে। বিভিন্ন ছিন্নমূল মানুষের জীবন যাপন তুলে ধরে । তুলে ধরে নানা অনিয়ম ও দুর্নীতি। দেশ চ্যানেল আগামীতে আরো বৃহত্তর ভাবে পরিচিত হবে ইনশাআল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব সাবরিনা শারমিন বলেন, রাষ্ট্রের চারটি স্তম্ভ, ৪র্থ স্তম্ভ গণমাধ্যম। সাংবাদিকরা হলেন জাতির বিবেক । সাংবাদিক বান্ধব দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, আমি সব সময় সত্যের পথে আছি । আপনারা যারা সাংবাদিকতা করেন তাঁরা সত্যের পথে আপনাদের কলম বন্ধ করবেন না। আমি যত দিন দুর্গাপুরে আছি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। পরিশেষে তিনি দেশ চ্যানেলের জন্য শুভ কামনা করেন।