ঢাকাMonday , 10 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মোংলা কোস্ট গার্ডের অপারেশন ডেভিল হান্ট, দেশীয় অস্ত্রসহ আটক ২-

দেশ চ্যানেল
February 10, 2025 7:14 am
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা

বাগেরহাটের মোংলা গার্ডের অপারেশন ডেভিল হান্টে দেশীয় একনালা পাইপ গান ও ১৬ টি দেশীয় অস্ত্রসহ পিতা পুত্রকে আটক করেছে কোষ্ট গার্ড। রবিবার (৯ ফেব্রুয়ারী) দিবাগত রাতে সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থানার চকবারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে কোস্ট গার্ডকে নৌবাহিনী ও পুলিশেরে একটি টিম সহযোগিতা করে। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, চকবারা বাজার এলাকার আব্দুল হাকিম গাজি (৬৮) ও তার ছেলে মোঃ হাফিজুর রহমান গাজি (২৫)

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক সোমবার (১০ ফেব্রুয়ার) দুপুরে জানান, আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চকবারা বাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ১টি অবৈধ দেশীয় একনালা পাইপ গান ও ১৬ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা সুন্দরবনে ডাকাতদের সহযোগিতা করতো বলে জিজ্ঞাসাবাদে তার জানায় বলেও তিনি উল্লেখ করেন।

জব্দকৃত আলামতসহ আটককৃতদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জনন্য সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়াও সুন্দরবনকে ডাকাত মুক্ত করার জন্য কোস্ট গার্ডের অপারেশন ‘ডেভিল হান্ট’ জারি থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST