ঢাকাTuesday , 11 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন।

দেশ চ্যানেল
February 11, 2025 1:48 pm
Link Copied!

জেলা প্রতিনিধিঃ নড়াইল

নড়াইলের লোহাগড়ায় তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলার উদ্ধোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদ। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জসিম উদ্দীন।

এসময় শুভেচ্ছ বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার।

উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য দেন ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয়ক প্রকল্প পরিচালক খুলনা অঞ্চল কৃষবিদ শেখ ফজলুল হক মনি, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সৌমিত্র সরকার, নড়াইল জেলা দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মোঃ হাদিউজ্জামান,কৃষক নাজমুল হক প্রমুখ।

এর আগে একটি র‍্যালী উপজেলা চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ, ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয়ক প্রকল্প পরিচালক খুলনা অঞ্চল কৃষবিদ শেখ ফজলুল হক মনি, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সৌমিত্র সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, নড়াইল জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মো. হাদিউজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. এনায়েত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব সমদ্দার, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষকরা উপস্থিত ছিলেন।

ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা চলবে ১৩ ফেব্রুয়ারী পর্ষন্ত। মেলায় স্মাট কৃষি প্রযুক্তি বিষয়ক ১১ টি স্টল রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST