মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
১২ ফেব্রুয়ারি রোজ বুধবার জেলা প্রশাসন, পঞ্চগড় ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় এর যৌথ উদ্যোগে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার লক্ষীদ্বার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স কে এম আর ব্রিকস ও মেসার্স এস এ বি ব্রিকস নামক ০২(দুই) টি ইটভাটাকে মোট ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আটোয়ারী, পঞ্চগড় জনাব মো: শাফিউল মাজলুবিন রহমান অভিযানে নেতৃত্ব প্রদান করেন ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।