ঢাকাThursday , 13 February 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মোরেলগঞ্জে সরকারি আইনি সহায়তা ও এডিআর কার্যক্রমে তারুণ্যের প্রচারণা সভা অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
February 13, 2025 1:41 pm
Link Copied!

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা

বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি আইনি সহায়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রমের প্রসার এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি বিশেষ প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় রামচন্দ্রপুর ইউনিয়নের ৩৪ নং জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “বিরোধ হলেই মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়” স্লোগানকে সামনে রেখে তারুণ্য সংগঠনের উদ্যোগে ২০২৫ সালের প্রচারণা সভাটি অনুষ্ঠিত হয়।

এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিম। সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাসেল মোল্লা।

সভায় বক্তারা বলেন, সরকারি আইনি সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজের হতদরিদ্র ও অসহায় জনগণ বিনামূল্যে আইনি সেবা গ্রহণ করতে পারছেন। তাছাড়া, মামলা ছাড়া বিকল্প বিরোধ নিষ্পত্তির (এডিআর) মাধ্যমে কম খরচে ও দ্রুত সমস্যা সমাধানের সুযোগ রয়েছে।

প্রধান অতিথি জনাব ইব্রাহিম খলিল মুহিম বলেন, “বিনা খরচে আইনি সহায়তা গ্রহণের নিশ্চয়তা প্রদান করছে বাংলাদেশ সরকার”—এই বার্তাটি সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও জানান, জেলা লিগ্যাল এইড অফিস থেকে যে কোনো নাগরিক, বিশেষত দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে আইনি সহায়তা নিতে পারেন।

আয়োজকরা জানান, এই সভার মাধ্যমে জনগণের মধ্যে সরকারি আইনি সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির গুরুত্ব ও সুবিধা তুলে ধরা হয়েছে।

এছাড়া, আইনি সহায়তা সবার অধিকার হিসেবে তুলে ধরে এর সুবিধা জনগণের কাছে পৌঁছানোর জন্য আরো প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST