আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
১৯৫২ সালে ভাষা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা দুর্বার আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রভাষা স্বীকৃতি আদায় করেছিলো, আতাউর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা। তিনি আরো বলেন, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাংলাদেশ আক্ষরিক অর্থে স্বাধীনতা লাভ করলেও ভারতের আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হতে পারেনি। সীমান্তে বিনা বিচারে গুলি করে মানুষ হত্যা, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ভৌগলিক আগ্রাসনের মধ্য দিয়ে বাংলাদেশকে ভারতের এক কদর রাজ্যে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেন।
বেড়া পৌর জামায়াতের উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারি, সকাল আটটায় বিজয় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেড়া আল হেরা স্কুল এন্ড কলেজের সামনে থেকে সকাল ৮:০০ টায় শুরু হয়ে র্যালি টি, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিএনবি বাসস্ট্যান্ড গোল চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। বিজয় দিবসের র্যালি তে অংশগ্রহণকারী জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতীয় পতাকা ছাড়াও বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, ক্যাপ পরে র্যালিটিকে উৎসব মুখর ও প্রাণবন্ত করে তোলে।
র্যালি পরবর্তী সমাবেশে বিভিন্ন বক্তাগণ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তব্য পেশ করেন। উপজেলা আমীর মাওলানা আতাউর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে র্যালিটি সমাপনী ঘোষণা করা হয়।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন, মোজাম্মেল হক বাংলাদেশ, সেক্রেটারি, জামায়াতে ইসলামী উপজেলা, আবুজর গিফারী, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেড়া উপজেলা, আবরার সুমন, সভাপতি, ইসলামী ছাত্রশিবির, মোঃ জাহাঙ্গীর আলম সেলিম, মাওলানা আব্দুল মজিদ, আবু দাউদ বাবু মল্লিক, কর্ম পরিষদ সদস্য, সাইফুল ইসলাম, পৌর সেক্রেটারি, আব্দুল হান্নান মোল্লা, উপজেলা সেক্রেটারি, শ্রমিক কল্যাণ ফেডারেশন, মাওলানা আহসান হাবিব, আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলাম, আব্দুল হান্নান খান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।