মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে সরকারি সম্পত্তিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারি সম্পত্তি দখলমুক্ত করেন ডাসার উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল আরেফীন।
বুধবার সকালে উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকার হাইওয়ে রোড সংলগ্ন সরকারি খাস জমিতে অবৈধ ভাবে জাফর তালুকদার, জমির তালুকদার,চানমিয়া মাতুব্বর,আফজাল তালুকদার, ফজলু তালুকদার, পলাশ তালুকদার,রহিম মাতুব্বরের ৭টি দোকান নির্মাণ করেন। খবর পেয়ে ডাসার উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে সরকারি সম্পত্তি দখলমুক্ত করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, সরকারি তফসিলভুক্ত খাস সম্পত্তিতে একটি প্রভাবশালী মহল অবৈধ ৭টি দোকান নির্মাণের খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ নির্মাণাধীন দোকানগুলো ভেঙে দিয়ে দখলমুক্ত করা হয়েছে।