মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
ডেভিল হান্ট হলো এক বিশেষ অভিযান। যা ৮ই ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে শুরু হয়েছিলো, তারই পরিপেক্ষিতে বরিশালের মেহেন্দিগঞ্জে থানা প্রশাসন আজ ২৮ ফেব্রুয়ারী (শুক্রবার) সকাল ৯টা থেকে মেহেন্দিগঞ্জে বিভিন্ন নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
ডেভিল হান্ট আসন্ন পবিএ রমজান মাসে মেহেন্দিগন্জবাসীর নৌপথে নিরাপত্তার স্বার্থে এ অভিযান চালায় মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম।
এসময় উপজেলার শ্রীপুর,জাঙ্গালিয়া,দড়িচর খাজুরিয়া,কালাবদর, বাহেরচর, চর ভোলানাথ এলাকায় নৌপথে চাদাঁবাজি,ডাকাতি ও জলদস্যুর প্রতিরোধকল্পে নৌপথে অভিযান পরিচালনা সহ স্হানীয় লোকজনদের সাথে আলোচনা করেন মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ। তিনি বলেন, এ অভিযান চলমান থাকলে। মেহেন্দিগঞ্জ থানা প্রশাসন সর্বদা আইন শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর।
আসুন আমরা নৌপথে চাঁদাবাজি, ডাকাতি কে “না” বলি।
মেহেন্দিগন্জ বাসীর কাছে সহযোগিতা সহ মেহেন্দিগন্জ থানার পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন তিনি।