শার্শা উপজেলা প্রতিনিধি
আজ ২৮/০২/২০২৫শুক্রবার বাদ আসর, বাংলাদেশ জামাতে ইসলামী শার্শা উপজেলা কর্তৃক আয়োজিত রমজানের পবিত্রতা রক্ষায় মোবারক র্যালী অনুষ্ঠিত হয়।
যশোরের শার্শা উপজেলার নাভারণ দারুল আমান ট্রাস্ট থেকে শুরু করে নাভারণ সাতক্ষীরা মোড় হয়ে নাভারণ বাস স্টান্ডে এসে শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব অধ্যাপক ফারুক হাসান আমীর বাংলাদেশ জামায়াত ইসলামী শার্শা উপজেলা, জনাব এডভোকেট জাহাঙ্গীর আলম সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী শার্শা উপজেলা, জনাব মাওলানা মিজানুর রহমান সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী ওলামা পরিষদ শার্শা উপজেলা, জনাব মাওলানা মুফতি নুর মোহাম্মদ জিহাদী বিশিষ্ট আলেমে দ্বীন সহ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, মাহে রমজান মাসে সকল হোটেল রেস্তোরাঁ দিনের বেলা বন্ধ রাখতে হবে, এবং নিত্যপন্যের দাম কম রাখতে হবে, আর রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী সব সময় ইসলামের সকল কাজকে সঠিক ভাবে পালনের জন্য উৎসাহিত করে থাকি, তাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়তে সকল মুসলিম ভাইদের এক হয়ে কাজ করতে হবে।