মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জের ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনস্থল প্যান্ডেলে চোরাগোপ্তা হামলা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপি। শুক্রবার বিকাল ৫ টায় চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান শাহ মোঃ মজনু মিয়া’র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
তেঘরিয়া বাজার সহ প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল এন্ড কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহবায়ক সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শাহ মোঃ মজনু মিয়া। এ সময় মাদারগঞ্জ উপজেলা বিএনপির সদস্য কাউছার চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন ও শাহ আব্দুল্লাহ সবুজ সহ শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার রাতে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সম্মেলনস্থলের প্যান্ডেলে চোরাগোপ্তা হামলা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সন্ত্রাসী আক্ষা দিয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মুখলেছ, ১ নং চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম শফিউল আলম স্বপন ও যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার কে অবাঞ্ছিত ঘোষণা করেন ও দৃষ্টান্তমুলক শাস্তি এবং সাংগঠনিকভাবে বহিস্কারের দাবী জানান।