ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি,
ইউনাইটেড মুসলিম কমিটি ঝিকরগাছা এর উদ্যোগে যশোরে ঝিকরগাছায় আজ বাদ জুম্মা বাস স্ট্যান্ড জামে মসজিদের সামনে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে, চলো যাই যুদ্ধে ধর্ষকের বিরুদ্ধে, এই স্লোগানকে সামনে রেখে আজকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জুম্মার নামাজের পরে ঝিকরগাছা ইমাম পরিষদের ওলামা একরাম, মাদ্রাসার ছাত্র বৃন্দ, ব্যবসায়িক, সাংবাদিকবৃন্দ, আমজনতা উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মুফতি শামীম মাহমুদ এর সঞ্চালনায়,মানববন্ধন শুরু হয়,উক্ত মানববন্ধনে আলোচনা রাখেন ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবর হুসাইন, ইউনাইটেড মুসলিম কমিউনিটির আহ্বায়ক গালিব হোসেন, যুগ্ন আহবায়ক মো: সাদ্দাম হোসেন ইকবাল, জামিয়া আরাবিয়া কওমি বালিকা মাদ্রাসার সম্মানিত মাহতামিম, মুফতি ইব্রাহিম খলিল এর দোয়ার মাধ্যমে আজকের মানববন্ধন সমাপ্তি ঘোষণা করা হয়।