ঢাকাSaturday , 1 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে সুজনের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত।

দেশ চ্যানেল
March 1, 2025 12:33 pm
Link Copied!

লাখাই উপজেলা প্রতিনিধি

সুশাসনের জন্য নাগরিক সুজন এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় হবিগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মানের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে শনিবার (১ মার্চ) দুপুর বেলা এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জেলা সুজনের সিনিয়র সহ-সভাপতি এএসএম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোতালেব তালুকদার দুলালের পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচীর আলোচনায় অংশ নেন জেলা সুজনের সহ-সভাপতি আব্দুর রকিব,মীর গোলাম রাব্বানী, জেলা কমিটির নির্বাহী সদস্য কামরুল হাসান, শেখ আবদুল কাদির কাজল,পইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বেলায়েত হোসেন, সুজন লাখাই উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন, সদর উপজেলা কমিটির সভাপতি জুনাব আলী তালুকদার শামীম,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শাহীনুর আক্তার, সাইদুর রহমান, সাংবাদিক মীর সাজন,কাজী শাহাদত হোসেন তুহিন, মোহাম্মদ শাহীন, পিয়ালী দেব,রাখিবা খান,আতিকুর রহমান তুহিন প্রমূখ।

বিজ্ঞাপন

বক্তাগন বলেন আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে, চারদিকে চুরি,ডাকাতি, ছিনতাই, লুটপাট, নারী ধর্ষন,বিচার বহির্ভুত হত্যা কান্ডের খবর আসছে, অপারেশন ডেভিড হান্ট চলমান থাকা সত্বেও সৃষ্ট অরাজকতা নিয়ন্ত্রণে আসছেনা।

অসহনীয় এ অবস্থা ও অরাজকতা থেকে আমরা মুক্তি চাই।

এদিকে গনঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে এ দেশের রাজনীতিকে পরিশুদ্ধ করে জনকল্যাণমুখী আদর্শ ভিত্তিক রাজনীতি ফিরিয়ে আনার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না,আর এ কারনেই আজকের এ মানববন্ধন কর্মসূচি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST