ঢাকাTuesday , 4 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

মাদারগঞ্জ টু জামালপুর সিএনজি চলাচল বন্ধ চলছে অনিদিষ্ট কালের ধর্মঘট।

দেশ চ্যানেল
March 4, 2025 11:34 am
Link Copied!

মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর

জামালপুরের মাদারগঞ্জ টু জামালপুর  সিএনজি চলাচল বন্ধ রয়েছে। জামালপুর বাস- সিএনজি মালিক শ্রমিক ইউনিয়ন  থেকে নির্দেশনা পাওয়ার পর মঙ্গলবার সকাল ৮ টা থেকে সিএনজি চলাচল বন্ধ করা হয়।

সরেজমিনে গিয়ে মাদারগঞ্জ সিএনজি স্টেশনে গিয়ে দেখা যায় সিএনজি গুলো স্টেশনেই রয়েছে এবং চালকরা বসে  অলস সময় কাটাচ্ছে। মাদারগঞ্জ টু জামালপুর সিএনজি রয়েছে ২ শ টি।

তেঘরিয়া থেকে জামালপুরগামী যাত্রী শফিউল আলম  রিপন জানান সিএনজি স্টেশনে এসে দেখি সব সিএনজি স্টেশনে, চলাচল বন্ধ বাধ্য হয়ে অটোরিকশায় যাচ্ছি সময় বেশি লাগলে যেতে হচ্ছে।

সিএনজি চালক শহিদুল ইসলাম জানান গত কয়েকদিন আগে রাজিব বাস দূর্ঘটনা ঘটায় এর ফলে আগুনে পুড়িয়ে দেয় ছাত্র-জনতা এবং বাস টার্মিনালে হামলা করার ফলে ৮২২ ও ৩৫১৭ বাস-সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতারা এরই প্রেক্ষিতে মাদারগঞ্জে সিএনজি চলাচল বন্ধ ধর্মঘট চলছে।  বিষয়টি সমাধানের জন্য জেলা প্রশাসন ও পুলিশ সুপার এর সুদৃষ্টি কামনা করছি।

সিএনজি স্টেশন মাষ্টার  জানান  রিপন মিয়া জানান সকাল ৮ থেকে মাদারগঞ্জে সিএনজি চলাচল বন্ধ রয়েছে।  আমরা জামালপুর জেলা শ্রমিক ইউনিয়নের নেতাদের নির্দেশে এ ধর্মঘট পালন করছি। ধর্মঘট থাকায়  যাত্রি সাধারণ সিএনজির বিকল্প হিসেবে ইজিবাইক ও অটোরিকশায় যাতায়াত করছে জামালপুর।

মাদারগঞ্জ সিএনজি মালিক সমিতির নেতা ও চালক নান্নু পারভেজ জানান গত ২২ ফেব্রুয়ারি রাজিব বাস দূর্ঘটনার স্বীকার হয় এবং ২৩ তারিখে রাজিব বাসে হামলা করে অগ্নিসংযোগ করে এতে একজন শ্রমিক গুরুত্বর আহত হয় এবং সর্বশেষ সোমবার  জামালপুর বাসস্ট্যান্ড অবরোধ করে রাখে ছাত্ররা।  এরই প্রেক্ষিতে জামালপুর জেলা বাস সিএনজি ৮২২ ও ৩৫১৭ শ্রমিক ইউনিয়নের নেতারা সারা জামালপুরে বাস-সিএনজি ধর্মঘটের ডাক দেয়।  আমরা সে ডাকে সাড়া দিয়ে সিএনজি চলাচল বন্ধ রেখে মাদারগঞ্জে অনির্দিষ্ট কালের ধর্মঘট পালন করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST