ঢাকাWednesday , 5 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে পুলিশ ক্যাম্প কর্তৃক জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগে মানববন্ধন।

দেশ চ্যানেল
March 5, 2025 10:20 am
Link Copied!

 জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইল সদর উপজেলার শেখহাটি পুলিশ ক্যাম্প কর্তৃক জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী পরিবারের আয়োজনে শনিবার (১ মার্চ) দুপুরে শেখহাটি বাজার এলাকায় প্রথমে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী হাসান মিনা বলেন, প্রায় ১২ বছর ধরে আমাদের সাড়ে ১৪ শতক জমি শেখহাটি পুলিশ ক্যাম্প দখল করে আছে। আমরা কৃষক পরিবারের সন্তান। আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। ঠিকমত হাঁটাচলা করতে পারেন না। পুলিশ ক্যাম্প কর্তৃক দখলকৃত জমিতে রাইস মিল, কাপড় ও মুদি দোকান ছিল। এসব দোকান থেকে আমাদের সংসারের আয় হতো। কিন্তু পুলিশ ক্যাম্প জায়গা দখল করে নেয়ায় আমাদের আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। ২০০১ সালের ১৫ এপ্রিল তৎকালীন শেখহাটি পুলিশ ক্যাম্পের সদস্যরা আমাদের জমি দখল করে নেয়।

আদালত থেকে আমাদের পক্ষে রায় হলেও প্রায় সাড়ে ১৪ শতক জমি এখনো বুঝে পাইনি। দখলকৃত জমি দ্রুত আমরা বুঝে পেতে চাই। এ সময় ভুক্তভোগী পরিবারের পক্ষে আরো উপস্থিত ছিলেন- শওকত মিনা, মানিক মিনা, নাইমুল ইসলাম, শাহিন মিনা, মিনাজ সরদার, রফিকুল ইসলামসহ অনেকে।

এ ব্যাপারে শেখহাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, এটি সরকারি প্রতিষ্ঠান। এই জমি নিয়ে মামলা হয়েছে। আদালত থেকে রায়ের পর আমাদের পক্ষ থেকে রিট করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST