আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
বেড়ায় অবৈধ দুটি ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বেড়া উপজেলার অন্তর্গত আমিনপুর থানার জাতশাকিনী ইউনিয়নে দুটি ইট ভাটায় মোঃ মোরশেদুল ইসলামের (উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট) নেতৃত্বে বুধবার দুপুরে আমিনপুর থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতায় খাস আমিনপুর গ্রামের মোঃ আব্দুস সামাদের ছেলে মোঃ জুয়েল রানা ও একই গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে মোঃ মঞ্জু মন্ডলের ইট ভাটায় অভিযান পরিচালনা করেন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ১০২৩ এর ১৮(১) ধারা মোতাবেক অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে (১) মোঃ জুয়েল রানা, পিতাঃ- মোঃ আব্দুস সামাদ, গ্রামঃ- খাস আমিনপুর (২) মোঃ মঞ্জু মন্ডল, পিতাঃ- আঃ রাজ্জাক, গ্রামঃ- খাস আমিনপুর, বেড়া, পাবনা কে উক্ত আইনে ১০০,০০০/- টাকা করে দুইজনকে ২,০০,০০০/- লক্ষ টাকা অর্থদন্ড করা হয়।
অভিযান পরিচালনার সময় আরো উপস্থিত ছিলেন আমিনপুর থানার অফিসার ইনচার্জ, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জনাব আরিফুল ইসলাম ও মোঃ আব্দুর গফুর, সহকারী পরিচালন পরিবেশ অধিদপ্তর, পাবনা।