ঢাকাThursday , 6 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে সুলভ মূল্যের দুধ ও ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়েছে।

দেশ চ্যানেল
March 6, 2025 11:53 am
Link Copied!

আব্দুল্লাহ আল মামুন পিয়াস ঈশ্বরদী থানা রিপোর্টার

ঈশ্বরদী শহরের কলেজ রোডে স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে সুলভ মূল্যের দুধ ও ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়েছে। আজ বৃহস্পতিবার সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব ডা: আনন্দ কুমার অধিকারী পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রাজশাহী।

ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মোছাঃ: আকলিমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, পাবনা জনাব ডা: এ.কে.এস.এম মুশাররফ হোসেন, উপপরিচালক, ভেটেরিনারি পাবলিক হেলথ, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রাজশাহী, জনাব ডা:অন্তিম কুমার সরকার ও ডিভিও, পাবনা জনাব ডা: মো: সেলিম হোসেন সেখ। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন তন্ময় ডেইরি ফার্মের স্বত্বাধিকারী জাতীয় পদপ্রাপ্ত কৃষক আমিরুল ইসলাম ও রশ্মি ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ রকিবুল ইসলাম।

বক্তারা বলেন, আমিষেই শক্তি আমিষেই মুক্তি। পবিত্র মাহে রমজান মাসে রোজাদারদের আমিষের কথা চিন্তা করে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এই বিক্রয় কেন্দ্রে একজন ব্যক্তি দুই কেজি দুধ এবং দুই হালি ডিম ক্রয় করতে পারবেন। প্রতি কেজি দুধ ৬০ টাকা এবং প্রতি হালি ডিম ৩৬ টাকায় বিক্রয় করা হবে। স্বল্প আয়ের মানুষেরা এখান থেকে দুধ ও ডিম কিনে আমিশের চাহিদা পূরণ করতে পারবেন। এই বিক্রয় কেন্দ্রের দুধ খাঁটি এবং ভেজালমুক্ত।

বক্তার আরও বলেন, স্বল্প আয়ের মানুষেরা বাজার থেকে বেশি দামে দুধ এবং ডিম কিনতে পারেন না। তাদের কথা চিন্তা করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেবিনারি হাসপাতাল ঈশ্বরদীর আয়োজনে এবং তন্ময় ডেইরি ফার্ম ও রশ্মি ডেইরি ফার্মের সহযোগিতায় বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। এখান থেকে স্বল্প আয়ের মানুষেরা সহজেই আমিষের চাহিদা পূরণে দুধ ও ডিম ক্রয় করতে পারবেন। এলাকার মানুষের চাহিদার কথা মাথায় রেখে আগামীতে সুলভ মূল্যে আরও বেশি দুধ ও ডিমের ব্যবস্থা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST