ঢাকাSaturday , 8 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে কোস্ট ফাউন্ডেশনের আন্তর্জাতিক নারী দিবস পালিত।

দেশ চ্যানেল
March 8, 2025 1:44 pm
Link Copied!

মোঃসুলাইমান পোদ্দার তজুমদ্দিন প্রতিনিধি

জলবায়ু ক্ষতিগ্রস্থ দরিদ্র উপকূলীয় নারী ও কিশোরী মেয়েদের অর্থনৈতিক সক্ষমতা উন্নয়নে বিকল্প আয়ের ব্যবস্থা করতে আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন এবং প্রশিক্ষন শেষে উপকরন সরবরাহের মাধ্যমে উদ্যেক্তা তৈরির উদ্যেগ গ্রহণ করা, সেক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি শিক্ষা কেন্দ্র স্থাপন করা, দুর্গম ও ঝুঁকিপূর্ণ চরাঞ্চল সহ ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, আবাসন সুবিধা এবং বিশুদ্ধ পানি সরবরাহের মতো মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা এবং পরিবার ও সমাজ থেকে নারী ও কিশোরীদের প্রতি সকল ধরণের সহিংসতা যেমন- বাল্যবিয়ে, নারী নির্যাতন, যৌতুক প্রথা দূরীকরণে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিদ্যমান আইনের যথাযথ বাস্তবায়নের উদ্যাগ গ্রহণ করা, এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় নারী ও কিশোরীদের টেকসই সুরক্ষায় স্থানীয় ক্ষতিগ্রস্থতা, ঝুঁকি ও চাহিদা বিবেচনায় অঞ্চলভিত্তিক স্বল্প ও দীর্ঘমেয়াদী টেকসই নীতি গ্রহন ও বাস্তাবায়নের জন্য জলবায়ু অর্থায়নের মূলধারায় অন্তর্ভুক্ত করা ও অগ্রাধিকার বিবেচনায় অর্থবরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছেন বক্তারা।

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কোস্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার উপজেলা পরিষদ-এর সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও মানববন্ধন শেষে উপজেলা প্রশাষন কর্তৃক আয়োজিত র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহন করে কিশোরী দল ও নারী নেত্রীবৃন্দসহ অন্যান্য বক্তারা এই সমস্থ দাবিসমূহ তুলে ধরেন। মানববন্ধনে কিশোরী দলের সদস্য, নারী নেত্রী, শিক্ষক, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, যুব প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। কোস্ট ফাউন্ডেশন, সিসিআর প্রকল্পের প্রোগ্রাম অফিসার, রাজিব ঘোষের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পিয়ার লিডার-রিক্তা, রুম্পা, যুব নেত্রী-মুক্তা চক্রবর্তি, জেলে পরিবারের প্রতিনিধি, নাছরিন বেগম, ছাত্র-রাহাত ও মোঃ শামীম হাওলাদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST