হাফিজুর রহমান কাজল, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ই মার্চ (সোমবার ) সকাল সাড়ে ৯ টার সময় “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাছাই প্রাণ ক্ষয়ক্ষতি ” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রথমে র্যালি বের হয়, র্যলি শেষে পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া হয়।মহড়া শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথির মিত্র এ সময় সভাপতির বক্তব্যে তিনি বলেন দুর্যোগ দুই প্রকার মানব সৃষ্ট ও প্রাকৃতিক। যেটা প্রাকৃতিক দুর্যোগ সে বিষয়ে আমরা সবসময় সচেতন থাকি। কিন্তু মানব সৃষ্ট দুর্যোগ যেমন আমরা বাতাসের মধ্যে থেকে বাতাসকে দেখতে পায় না, তেমনি ভাবে মানব সৃষ্ট দুর্যোগ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা আগে থেকে জানতে পারি না। উদাহরণস্বরূপ মোটরসাইকেল নিয়ে রাস্তায় নামার আগে আপনি ফিটনেস পরীক্ষা না করে যদি বাইক চালাতে যান সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে সচেতনতাকে দায়ী করা হবে। আমরা অধিকাংশ মানুষই মোবাইলে মোবাইল ফোন, ইন্টারনেট, টেলিভিশন ও বইয়ের ভিতরে বিনোদন খোঁজার চেষ্টা করি। আমাদের উচিত হবে বিনোদন খোঁজার পাশাপাশি সচেতনামূলক এসব বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করা।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তোফাজ্জল হকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) কেইচ তাফসফিকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা লিলিমা আক্তার হ্যাপি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবা, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি সামসুজ্জোহা পলাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাজিদ, দর্শনা দামুড়হুদা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইস্টিশন মাস্টার আব্দুল মান্নান মিয়া, লিডার শামসুর রহমান,উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রাশেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।