বিপ্লব কুমার দাস ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচন কর্মকর্তা,কর্মচারীদের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে “ষ্টান্ড ফর এনআইডি” কর্মসূচি পালন উপলক্ষে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কুট পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই দুই ঘন্টা ব্যাপী মাবনবন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়।
ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিসের সামনে মাবনবন্ধন ও অবস্থান কর্মসূচীতে অংশ নেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন,এন্ট্রি অপারেটর,,স্ক্যানিং অপারেটর, সংশ্লিষ্ট কর্মকর্তা,কর্মচারী,সেবা প্রত্যাসী,শিক্ষক, সাংবাদিক ও গন্যমান্য ভ্যাক্তিবর্গ।
উল্লেখ্য যে, নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন কর্মসূচি পালনের এই ঘোষণা দেন। সূত্রে জানানো হয় বিগত সরকার এনআইডি প্রথমে সুরক্ষা সেবা বিভাগে নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু সবাই চায় এটি ইসির অধীনে থাকুক। অন্তবর্তী সরকার উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত নেয় এনআইডি স্বরাষ্ট্রে নেওয়ার আইন বাতিল করে তা ইসির অধীনেই ন্যস্ত করার। কিন্তু আরেকটি উদ্যোগ মাঝখানে নেওয়া হয়েছে, আলাদা কমিশন গঠন করে এনআইডি পরিচালনার জন্য। সূত্রে আরও জানানো হয় গত ৫ মার্চ এনআইডি এখানেই রাখার দৃশ্যমান উদ্যোগ নিতে কমিশনের কাছে স্মারকলিপি দেয়া হয়েছিল, সরকার ও কমিশনের দৃশ্যমান উদ্যোগের জন্য। কমিশন একমত পোষণ করে ৯ তারিখে সরকারকে চিঠি দিয়েছে। কমিশনের কাছ থেকে সাড়া পেলেও সরকারের কোনো কিছু আমরা পাইনি। তাই পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৩ মার্চ ‘স্ট্যান্ড ফর এনাইডি’ কর্মসূচিতে (মানববন্ধন) পালন করা হচ্ছে।