ঢাকাSaturday , 15 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে মাদকসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার।

দেশ চ্যানেল
March 15, 2025 2:18 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল বিক্রির অভিযোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১৪মার্চ) রাতে শহরের ডিজে হাইস্কুল খেলার মাঠে এই অভিযান পরিচালিত হয়। আটক হওয়া ওই স্বেচ্ছাসেবকদল নেতার নাম হাফিজুল আসিফ শাওন (৩৪)। তিনি শেরপুর শহরের জগন্নাথপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে। পাশাপাশি শেরপুর পৌর শাখা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ঘটনায় শনিবার (১৫মার্চ) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ময়নুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেছেন। মামলা সূত্রে জানা যায়, ঘটনার রাতে শহরের ডিজে হাইস্কুল খেলার মাঠে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল বিক্রি করছিলেন স্বেচ্ছাসেবকদল নেতা হাফিজুল আসিফ শাওন। বিষয়টি গোপনে জানতে পেরে যৌথবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। পাশাপাশি তাকে আটক করে মাদক বিক্রির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন যৌথ বাহিনী। একপর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী জগন্নাথ পাড়াস্থ নিজ বাড়ির শয়নকক্ষে রক্ষিত আলমারির পাশ থেকে এক বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।জানতে চাইলে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ফেন্সিডিলসহ গ্রেপ্তার হওয়া হাফিজুল ইসলাম শাওনের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার দুপুরে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST