ঢাকাSunday , 16 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে কমেছে দ্রব্যমূল্যের দাম; স্বস্তিতে সাধারণ মানুষ।

দেশ চ্যানেল
March 16, 2025 9:21 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি.

পবিত্র রমজান মাস উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পর্যবেক্ষণে নজরদারি জোরালো করছে। সীমিত আয়ের মানুষ সারা বাজার ঘুরেও স্বাধ আর সাধ্যের সমন্বয় ঘটাতে না পারলেও এবার রমজানে বিগত বছরের তুলনায় মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে। এ বছর তারা কাঁচাবাজার ও মুদিখানার জিনিসপত্রসহ বেশিরভাগ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সুলভ ও সাশ্রয়ী মূল্যে পাচ্ছেন। মানিকগঞ্জে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম কমেছে। বাজারে চাল, ডাল ,চিনি,ডিম ও ভজ্য তেলের পাশাপাশি কমেছে পেঁয়াজ, কাঁচা মরিচ,আলু, বেগুনসহ প্রায় সব ধরনের সবজির দাম।

সদর উপজেলার মানিকগঞ্জ বাজার, হিজুলী কাচারী বাজার,মিতরা ও নয়াকান্দি বাজার ঘুরে দেখা গেছে ক্রেতারা তাদের ক্রয়ক্ষমতা অনুসারেই প্রয়োজনীয় দ্রব্য ও পণ্য পাচ্ছেন।

গত রমজানে পিয়াজের দাম উঠেছিল কেজিপ্রতি ১২০ টাকা পর্যন্ত। এবারের রমজানে পণ্যটি কেনা যাচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। একইসঙ্গে আগের রমজানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ২২০ থেকে ২৩০ টাকা। এবার সেটি ১৯০ থেকে ২০০ টাকায় কেনা যাচ্ছে। এ ছাড়া এবারের রমজানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়, গত রমজানে আলুর কেজি ছিল ৪০ থেকে ৪৫ টাকা। অর্থাৎ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আগের রমজানের চেয়ে কম টাকা ব্যয় করতে হচ্ছে ভোক্তাদের। এতে বিগত বছরের তুলনায় এবারের রমজানে মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছে।

বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) হিসাবে, সাধারণত দেশে প্রতি মাসে গড়ে দেড় লাখ টন চিনির চাহিদা রয়েছে। রমজান মাসে লাগে তিন লাখ টন। এই মাসে চাহিদা বেড়ে যাওয়ায় পণ্যটির দামও বৃদ্ধি পায়। কিন্তু এবারের রমজানে চিনির দাম স্থিতিশীল রয়েছে বরং গত বছরের তুলনায় দাম কমেছে। গত রমজানে ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হওয়া এই পণ্যটি এবার বিক্রি হচ্ছে ১২০ থেকে ১২৫ টাকায়।

গত বছর রোজায় বেগুনের দাম ১২০ টাকায় উঠেছিল। এবারো রোজার প্রথম কয়েকদিন বেগুনের দাম ১০০ টাকা ছিল। তবে এখন কিছুটা কমে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে গত রোজায় প্রতি ডজন ডিমের দাম ছিল ১৪০ টাকা, সেটির দাম এবার কমে দাঁড়িয়েছে ১২৫ টাকায়। গত রমজানে ১২৫ টাকায় বিক্রি হওয়া ছোলা এবার ১১০ টাকায় পাওয়া যাচ্ছে। শসার ক্ষেত্রেও একই অবস্থা। গত রোজায় প্রতি কেজি শসার দাম ওঠে ১০০ থেকে ১২০ টাকায়। এবার প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়। গত রমজানে তরমুজের কেজি ছিল ৮০ থেকে ৯০ টাকা, এবার রসালো এই ফলটির কেজি ৪০ থেকে ৬০ টাকা।গত রোজায় মাংসের দামও ছিল চড়া। প্রতি কেজি গরুর মাংসের দাম উঠেছিল ৮০০ টাকায়। এবার বাজারে ৭৫০ টাকায় গরুর মাংস পাওয়া যাচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বেশির ভাগ সবজির দাম এখনো স্বস্তির মধ্যে রয়েছে। বাজারে এখন প্রতি কেজি দেশি গাজর ৪০ টাকা, শিম ৫০-৬০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, শালগম ৩০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, পটোল ৮০-১০০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, পিয়াজকলি ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ধনেপাতা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতিটি লাউ ৫০ থেকে ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি হালি কাঁচা কলা ৩০ টাকা, লেবু বিক্রি হচ্ছে ১২০-১৬০ টাকা কেজি দরে।

টিসিবি’র তথ্য অনুযায়ী, গত বছরের রমজানে ২৬০ টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি পাঙাস মাছ এবার ২৫০ টাকায়, ২০০ টাকায় বিক্রি হওয়া তেলাপিয়া মাছ ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কই মাছের দাম স্থিতিশীল রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর দেয়া ফেব্রুয়ারি মাসের হালনাগাদ তথ্য সূত্র অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৯.৩২ শতাংশ, যা জানুয়ারি মাসে ছিল ৯.৯৪ শতাংশ। পাশাপাশি খাদ্য খাতে ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি কমে হয়েছে ৯.২৪ শতাংশ, যা জানুয়ারি মাসে ছিল ১০.৭২ শতাংশ।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আফরোজা রহমান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চাল, ডাল, চিনি, ভোজ্য তেল,আলু, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের ১৩টি পৃথক টিম কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST