ঢাকাMonday , 17 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের কাজে বাধা ও লাঞ্চিত করার অভিযোগে যুবদল কর্মী আটক।

দেশ চ্যানেল
March 17, 2025 6:32 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.

মানিকগঞ্জে দায়িত্বরত ট্রাফিক পুলিশের কাজে বাধা, হুমকি ও লাঞ্চিত করার অভিযোগে শরিফুল ইসলাম শামীম নামের এক যুবদল কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৬ই মার্চ) সন্ধ্যায় শহরের শহীদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ইফতারের কিছুক্ষণ আগে শহীদ রফিক সড়কের উত্তরা ব্যাংক মোড়ে ট্রাফিক পুলিশের দায়িত্বে ছিলেন কনস্টেবল শাহীন। এসময় শরিফুল ইসলাম শামীম নিজেকে জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক পরিচয় দিয়ে ওয়ান-ওয়ে সড়ক দিয়ে রিকশা নিয়ে যেতে চান। ট্রাফিক পুলিশ শাহীন তাকে নিয়ম মানতে বললে শামীম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং চাকরিচ্যুত করার হুমকি দেয়।

পরে আশপাশের দোকানী ও পথচারীরা বিষয়টি দেখতে পেলেও শামীম প্রকাশ্যে পুলিশ সদস্যকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকেন। ঘটনার একপর্যায়ে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছালে শামীম তাদের আবারও হুমকি দিতে থাকেন। একপর্যায়ে তিনি মার্কেটের গেট বন্ধ করে পুলিশ সদস্যদের পেছনে আসতে বলেন এবং তার শক্তি দেখানোর হুমকি দেন। শামীম উগ্র আচরণ করায় ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করেন।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল হামিদ বলেন, শহরের যানজট নিরসনে শহীদ রফিক সড়কটি ওয়ান-ওয়ে করা হয়েছে। সন্ধ্যায় শামীম ওয়ান-ওয়ের নিয়ম ভেঙ্গ করে রিকশা নিয়ে যেতে চাইলে ট্রাফিক পুলিশ তাকে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে পুলিশের কাজে বাধা ও হুমকি দেন। পরে তাকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির জানিয়েছেন, শামীম জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক নন, তিনি শুধু একজন কর্মী।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, দায়িত্বরত ট্রাফিক পুলিশের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে ট্রাফিক পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করেছেন ।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST