ঢাকাTuesday , 18 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

অনাবৃষ্টির আবহে বাড়ছে গরমের তীব্রতা।

দেশ চ্যানেল
March 18, 2025 9:16 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম.দেশে অনাবৃষ্টির অস্বাভাবিক আবহ বিরাজ করছে। ফলে ক্রমেই বাড়ছে গরমের তীব্রতা। গত কয়েক মাস যাবত দেশে অনাবৃষ্টির ধারাবাহিকতা চলছে।

প্রকৃতির এই অস্বাভাবিক আবহে বিরূপ প্রভাব পড়ছে ফল-ফসলের আবাদ,উৎপাদন এবং পরিবেশ-প্রাণ ও প্রকৃতিতে। যাতে দেশে খরা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেননা এখনো পুরোদমে শুষ্ক মৌসুম আসার আগেই নদ-নদী, খাল-বিল, পুকুর-জলাশয়সহ পানির উৎসগুলো শুকিয়ে গেছে। বৃষ্টিপাত না হওয়ায় পানির সেসব উৎস পরিপূরণ বা পুনর্ভরণ হচ্ছে না।ফলে এই অনাবৃষ্টির আবহে সারাদেশে দিন দিন বাড়ছে গরমের তীব্রতা ।

আবহাওয়া অফিসের তথ্য মতে গত বছর ডিসেম্বর মাসে সারা দেশে বৃষ্টিপাতে ঘাটতি ছিল ৯১ শতাংশ। নভেম্বর মাসে সারা দেশে বৃষ্টিপাতে ঘাটতি ছিল ৮৬ শতাংশ ও অক্টোবরে স্বাভাবিকের চেয়ে ২৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়। অন্যদিকে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বে রয়েছে। চলতি মার্চ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস সূত্রে জানা গেছে, চলতি মার্চ মাসে বঙ্গোপসাগরে কোন ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দু’টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় সংঘটিত হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

Design & Developed by: BD IT HOST