মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের চর বৌডুবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে।
আজ ১৮মার্চ (মঙ্গলবার) বেলা আড়াইটার সময় তাদের মৃত্যু হয়।
মৃত্যু দুই শিশু হলো ওই গ্রামের নয়ন মোল্লার ছেলে মোঃ হোসেন (৬) ও স্বপন মোল্লার মেয়ে খাদিজা (৫)।
স্থানীয় হাবিব জানান, বাড়ির পাশের চরবৌডুবার খালের মধ্যে তাদের লাশ ভাসতে দেখে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ,কর্তব্যরত ডাক্তার তাদের মৃত্যু ঘোষনা করেন। তবে কিভাবে তাদের মৃত্যু হলো তার কোন কারন জানা না গেলেও সকলের ধারনা পানিতে পড়েই তাদের মৃত্যু হয়। মারা যাওয়া শিশুরা হলো আপন চাচাতো ভাই বোন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারের সদস্যদের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের নদীতে পড়ে মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।