ঢাকাWednesday , 19 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বাড়ি-বাড়ি ফেরি করে ওষুধ বিক্রির দায়ে জরিমানা।

দেশ চ্যানেল
March 19, 2025 1:09 pm
Link Copied!

মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ

এম এম আয়ুর্বেদিক নামে একটি কোম্পানির ওষুধ সহ অন্য কোম্পানির ঔষধ নিয়ে বাড়ি-বাড়ি ফেরি করে ডাক্তার পরিচয় চিকিৎসা এবং ঔষধ বিক্রির দায়ে মাদারীপুরে ডাসারে এক নারী চিকিৎসক’কে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় ওই কোম্পানীর ওষুধসহ বিভিন্ন ধরনের প্রায় ২০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়। আজ বুধবার দুপুরে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধূয়াষার গ্রামের বীর মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আকনপাড়া অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীনের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধূয়াষার গ্রামের বীর মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আকনপাড়া গ্রামে এম এম আয়ুর্বেদিক নামে একটি ওষুধ কোম্পনীর ঔষধ এবং অন্য কোম্পানির আরও কিছু ঔষধ নিয়ে ফাতেমা আক্তার মুন্নী নামে এক নারী চিকিৎসক প্রায় অর্ধশত নারীকে চিকিৎসা দিয়ে, ওই কোম্পানীর ওষুধ বিক্রি করেন। পরে স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাইফ উল আরেফীন ঘটনা স্থানে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধযমে ওই নারী চিকিৎসক’কে দশ হাজার টাকা জরিমানা করেন। এসময় ওই কোম্পানীর ওষুধসহ বিভিন্ন ধরনের প্রায় ২০ হাজার টাকার ওষুধ জব্দ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় জনসাধারন বলেন, মোটরসাইকেলে এসে আমাদের গ্রামের প্রায় অর্ধশত নারীকে চিকিৎসা দেন এবং তাদের কাছে ওষুধ বিক্রি করেন। পরে আমরা প্রশাসনকে খবর দেই।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এম এম আয়ুর্বেদিক নামে একটি ওষুধ কোম্পনীর ঔষধ সহ আরও কিছু অন্য কোম্পানির প্রায় ২০ হাজার টাকার ঔষধ জব্দ করি। ডাক্তার পরিচয়ে প্রতারণা এবং ফেরি কর ঔষধ বিক্রয়ের কারনে ওই নারী চিকিৎসক’কে ১০হাজার টাকা জরিমানা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST