মোঃ মশিউর রহমান সুমন।
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
পঁচাত্তরের ১৫ আগষ্টের বিভীষিকার ২৯ বছর পর ২০০৪ সালের ২১আগষ্ট ছিলো নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন। মৃত্যু – ধংস – রক্তস্রোতের নারকীয় গ্রেনেড হামলার ১৯তম বাষির্কী আজ।সেই কথা মনে পড়লেই শরীর মন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চোখের সামনে ভেসে উঠে রক্ত, বাচার জন্য আর্তচিৎকার ও বীভৎস লাশের ছবি।
বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর পরিকল্পিত গ্রেনেড হামলার প্রতিবাদে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১আগষ্ট) সোমবার সকাল ১০ টায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম রকিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আব্দুল মোতালেব জাহাঙ্গীর, যুগ্ম আহবায়ক মোঃ ফিরোজ গোলদার, কৃষকলীগ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শংকর চন্দ্র, সাধারণ সম্পাদক মোঃ এইচ, এম নোমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।