যোগেশ ত্রিপুরা, রামগড়(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-
খাগড়াছড়ি পার্বত্য জেলা রামগড় উপজেলায় সিআর সাজা পরোয়ানা মূলে ১বছরের সাজা প্রাপ্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
জানা যায় – খাগড়াছড়ি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল,র সার্বিক তত্বাবধানে রামগড় থানার (ওসি) অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ ১৯ মার্চ বুধবার বিকাল ০৫.৩০ ঘটিকায় গোপন তথ্যে ভিত্তিতে রামগড় থানা ও পৌর সভার আওতাধীন
০৫নং ওয়ার্ড,চৌধুরী পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করার সময় দায়রাকৃত নং- ৪৭/২৩ সিআর সাজা পরোয়ানাভূক্ত ও ধারা- এনআই এ্যাক্ট এর ১৩৮ সংক্রান্তে ০১ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ সেলিমকে গ্রেফতার করে। আসামি মোঃ সেলিম পিতা- আবদুল করিমের ছেলে।তিনি চৌধুরী পাড়ার বাসিন্দা।বর্তমানে এখন থানার হেফাজতে রয়েছে বলে জানা এবং গ্রেফতারকৃত আসামীকে যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন থানা অফিস ইনচার্জ(ওসি)।