আব্দুল্লাহ আল মামুন পিয়াস ঈশ্বরদী থানা রিপোর্টার
ঈশ্বরদীতে ভাড়া বাসার বসতঘরের জানালা সঙ্গে ঝুলন্ত অবস্থায় আইরিন সুলতানা এশা (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৩ মার্চ) সকাল ৯ টার দিকে মরদেহটি উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত আইরিন সুলতানা এশা পাবনার সদর উপজেলার চকছাতিয়ানী গ্রামের মোঃ আইয়ুব আলীর মেয়ে। তবে এ ঘটনার আগে শনিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এশা একটি রহস্যজনক আবেগীয় স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাসে লিখেছেন ‘আমার সবটুকু বিশ্বাস যে ভেঙ্গে দিয়েছে তাকে কৃতজ্ঞতা জানাই’।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এক বছর আগে নাটোর গুরুদাসপুর উপজেলার নারিবাড়ি গ্রামের মোঃ জহুরুল ইসলামের ছেলে শেখ রুবেলের সঙ্গে নিহত এশার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
পরে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এশার স্বামী শেখ রুবেল ঈশ্বরদী ব্রাক ব্যাংকে কর্মরত থাকার কারনে তারা স্বামী-স্ত্রী নতুনহাট গোলচত্বর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। গত দুইদিন আগে সেহরি রান্না করা নিয়ে রুবেলের সঙ্গে এশার কথা কাটাকাটি হয়।
পরে স্বাভাবিকভাবে তারা দুজনেই ঘুমিয়ে পড়লে সেহরি খেতে উঠে পাশে স্ত্রীকে না পেয়ে অন্য রুমে খুঁজতে থাকে রুবেল।
পরে পাশের একটি কক্ষের জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন উপস্থিত হয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।