শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে এক শিশুকে (৯) যৌন নিপীড়নের অভিযোগে থানায় মামলা হয়েছে। রোববার রাতে শিশুটির দাদি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। অভিযুক্ত ব্যক্তির নাম শহিদুল সরকার (৪৫)। এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।
মামলার এজারের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রামে টিউবওয়েলের পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপ থেকে পানি কম ওঠে। এ কারণে গ্রামের অনেকেই বাড়ির পাশে ধানের জমিতে সেচযন্ত্র চালু করলে গোসল করে থাকেন। ভুক্তভোগী শিশুটি তার চাচাতো বোনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে সেচযন্ত্রের পানিতে গোসল করেছিল। পাশে সেচঘরে সে ভেজা কাপড় পরিবর্তন করছিল। এ সময় এই সেচযন্ত্রের মালিক শহিদুল সরকার সেখানে আসেন। তিনি শিশুটির শরীরে হাত দেন। এ সময় শিশুটি চিৎকার করলে শহীদুল পালিয়ে যান।তিনি আরও বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। দ্রুতই তাঁকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।