ঢাকাMonday , 24 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে গ্রাম্য কবিরাজকে হত্যার ঘটনায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার।

দেশ চ্যানেল
March 24, 2025 11:53 am
Link Copied!

আব্দুল গাফফার শেরপুর( বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে গ্রাম্য কবিরাজকে হত্যার ঘটনায় আব্দুল লতিফ (২৯) নামের এক শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রাম-দা, একটি মুঠোফোন ও পায়ের জুতা উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। ঘটনার পরদিন রবিবার (২৩মার্চ) দুপুরে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শেরুয়া বটতলা বাজার সংলগ্ন ভুট্টার ক্ষেতে লুকিয়ে থাকা ওই শ্রমিকলীগ নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। গ্রেপ্তার হওয়া আব্দুল লতিফ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম উত্তরপাড়া গ্রামের ওসমান গনির ছেলে। পাশাপাশি শাহবন্দেগী ইউনিয়ন শ্রমিকলীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, গত শনিবার (২২মার্চ) রাত এগারোটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম গ্রামের বাসিন্দা গ্রাম্য কবিরাজ আকবর আলী (৫৫) বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই গ্রামের উত্তরপাড়ার শ্রমিকলীগ নেতা আব্দুল লতিফ। পরে স্থানীয় একটি হোটেলে তারা দুজনে বসে একসঙ্গে চা-পান করেন। এরপর রাত এগারোটার দিকে ধড়মোকাম সড়কের চারমাথায় দুজনকে ধস্তাধস্তি করতে দেখেন গ্রামের কতিপয় লোকজন। তারা এগিয়ে এলে শ্রমিকলীগ নেতা লতিফ পালিয়ে যান। এসময় আকবর আলী রক্তাক্ত অবস্থায় সড়কের ওপরে পড়ে ছিলেন। পরে স্থানীয়দের মাধ্যমে খরব পেয়ে পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আকবর আলীকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহতের বাবা শাহজামাল সরকার বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে ঘটনাটি নিয়ে তদন্ত কাজ শুরু করেন। পাশাপাশি ঘটনায় জড়িত ঘাতক আব্দুল লতিফকে গ্রেপ্তার করতে সক্ষম হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST