মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
আজ(২৬ মার্চ) বুধবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের সুচনা করেন। পরে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, ডাসার থানা,বীর মুক্তিযোদ্ধা,ডাসার সরকারি কলেজ, ডাসার উপজেলা বিএনপি,উপজেলা শিক্ষক সমিতি,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
পরে উপজেলা চত্তর থেকে একটি স্বাধীনতা র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তলন ও কুচকাওয়াজ প্যারেট অনুষ্ঠিত হয়। পরে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফ উল আরেফিন। এসময় বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত শহীদ পরিবারের সদস্যদের প্রাইজবন্ড ও উন্নত খাবার প্রদান করেন।