ঢাকাWednesday , 26 March 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত পাটুরিয়া-আরিচা নৌ-পথ।

দেশ চ্যানেল
March 26, 2025 7:28 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি.

নারীর টানে ঈদে ঘরে ফেরা মানুষদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত রয়েছে ঢাকা-আরিচা মহাসড়কসহ পাটুরিয়া-আরিচা নৌ পথ।

জানা গেছে, ঈদে অতিরিক্ত যানবাহন ও যাত্রীদের চাপ সামাল দিতেপাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হবে। এছাড়াও যাত্রী চাপ সামলাতে ৩৩টি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে, যার মধ্যে ২০টি দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এবং ১৩টি আরিচা-কাজীরহাট নৌপথে চলবে।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের এজিএম আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ঈদে ঘরে ফেরা মানুষদের নির্বিঘ্নে পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি ফেরি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ৬টি ফেরি সচল রাখা হয়েছে। যানজট নিরসনে ঘাটের এক কিলোমিটার পর্যন্ত ওয়ানওয়ে পদ্ধতিসহ ছোট-বড় গাড়ির জন্য রাখা হয়েছে আলাদা লেনের ব্যবস্থা। এ ছাড়াও ঈদের তিন দিন আগে থেকে বন্ধ থাকবে পণ্যবাহী ট্রাক পারাপার।

মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানিয়েছেন, মানিকগঞ্জ প্রান্তের ঢাকা-আরিচা মাহাসড়কের ৩৬ কিলোমিটার রাস্তাসহ দুটি ঘাটেই মোতায়েন থাকবে ৬শ’ত পুলিশ। এ ছাড়াও অজ্ঞানপার্টি, মলমপার্টি, ছিনতাইকারী প্রতিরোধে বিশেষ নজরদারি থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যের পাশাপাশি ট্রাফিক, আনসার, সদস্যও নিয়োজিত থাকবে। এছাড়াও নিরাপত্তা এবং ভোগান্তি এড়াতে চালু থাকবে জরুরি টেলিফোন সেবা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST