নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে সরকারের ভর্তুকিতে হতদরিদ্রদের স্বল্প মুল্যে চাল বিতরণে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের নিকট থেকে খাদ্য বিভাগের ঘাটে ঘাটে বকশিস নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ থেকে জানা যায়, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ডিও প্রতি ডিলারদের নিকট থেকে ৫০০/১০০০ করে টাকা বকশিস হিসেবে নিয়ে থাকেন। এছাড়াও অত্র দপ্তরের পিয়ন থেকে শুরু করে প্রতি টেবিলেই গুনতে হয় বকশিস। খাদ্য গুদামেও একইভাবে বকশিস গুনতে হয়।
বাগবাটির মানিক খান, শাহান গাছার জহুরুল ইসলাম ও ডুমুরের আ, ছালামসহ অনেক ডিলারই বলেন, বরাদ্দকৃত চালের ডিও থেকে শুরু করে খাদ্য গুদাম পর্যন্ত বকশিস হিসেবে অতিরিক্ত প্রায় ২৫০০/৩০০০ টাকা বিভিন্ন ভাবে গুনতে হয়।
সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো আনোয়ার হোসেন ডিলারদের নিকট থেকে ডিও প্রতি বকশিস নেওয়ার অভিযোগটি অস্বীকার করে মুঠোফোনে বলেন, আপনার কোনো কথা থাকলে অফিসে এসে বলতে পারেন।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, খাদ্য বিভাগের কেউ কাজের বিনিময়ে কারোর নিকট থেকে কোনো প্রকার বকশিস নেওয়ার কথা নয়। যদি কেউ নিয়ে থাকেন তাহলে অবশ্যই তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে।