মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে জুলাই ও আগস্টে নিহত শহীদ পরিবারের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপি সহ গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
আজ(৫ মার্চ) শনিবার দুপুরে উপজেলার রমজানপুর ইউনিয়নের নিহত শহীদ সিফাত এর বাড়িতে সকল নিহত ও আহত পরিবারের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে নিহত ও পরিবারের সদস্যদের সাথে প্রীতিভোজ করেন।
এসময় আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, আজকে আমরা যে তারেক রহমানের পক্ষ থেকে সামান্য উপহার তাদের কাছে তুলে দিলাম, আমি মনে করি সেটাই যথেষ্ট না।
এই সতেরো বছরে যারা গুম খুন হয়েছে,যারা শহীদ হয়েছেন, প্রত্যেক গুম খুনের বিচার দাবি করছি।
আমরা এই সরকারের কাছে অনুরোধ করবো,অতি শীগ্রই যেন নির্বাচনের তফসিল ঘোষণা করে এবং একটি গনতান্ত্রিক সরকারের হাতে দেশকে তুলে দেয়। আর সেই গনতান্ত্রিক সরকার এসে এই ফ্যাসিষ্টদের বিচারের কাজ শুরু করবে এবং প্রত্যেক গুম খুনের বিচার হবে।
বাংলাদেশের মাটিতে কোন ফ্যাসিষ্ট যেন আর কোনদিন জন্মাতে না পারে।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মোঃ মোশাররফ সরদার সহ বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।