ঢাকাSunday , 6 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শিবগঞ্জে সংখ্যালঘুর বাড়ি ভাংচুর অগ্নিসংযোগ লুটপাটের মামলায় গ্ৰেফতার-১-

দেশ চ্যানেল
April 6, 2025 9:23 am
Link Copied!

স্টাফ রিপোর্টার, বগুড়া-

বগুড়া জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে শিবগঞ্জে সংখ্যালঘুর বাড়ি ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলার ১ নং আসামি রহিম জয়পুরহাট থেকে গ্রেফতার।

বাদী শ্রী সুইট চন্দ্র মন্ডল গত শুক্রবার (৪ এপ্রিল) বগুড়া শিবগঞ্জ থানার এজাহার দায়ের করেন যে, ০৪/০৪/২৫ দুপুরে এজাহারনামীয় আগামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া পরস্পর একই উদ্দেশ্যে তাহার চাচাতো ভাই

লিপন, পিতা-প্রদীপ, বাং-পরমানন্দপুর, ইউপি-আটমূল, থানা-শিবগঞ্জ, বগুড়া এর বসত বাড়ীতে অতর্কিত হামলা চালায় এবং বসত বাড়ি ভাংচুর করে। একপর্যায়ে এজাহারনামীয় আসামীগণসহ অজ্ঞাতনামা আসামীগণ বাদীর বসত বাড়ীর মেইন দরজা ভাঙ্গিয়া অনধিকার প্রবেশ করিয়া তাকে ও তার পরিবারের সদস্যগণকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও তার বসত বাড়ীর প্রাচীর ভাংচুর, বৈদ্যুতিক মিটার, সিসি ক্যামেরা ইত্যাদি ভাংচুর করে ও বাদীর শয়ন ঘরের মধ্যে শোকেছ ও আলমারীর ড্রয়ারে রক্ষিত ৮-১০ ভরি ওজনের স্বর্নের গহনা, ও ব্যবসায়িক কাজে রাখা নগদ ৬,(ছয় লক্ষ) টাকা অসৎ উদ্দেশ্যে নিয়ে নেয়।

পরবর্তীতে বাদীর খড়ের পালায় আগুন লাগাইয়া ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এ সংক্রান্তে বগুড়া জেলার শিবগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০৪ এপ্রিল ২০২৫, ধারা-১৪৩/৪৪৮/৪২৭/৪৩৫/৩৮০/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০; রুজু হয়।

এ সংক্রান্তে তাৎক্ষণিক ভাবে ডিবির মোঃ রাকিব হোসেন এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ৫ এপ্রিল জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার কানাইপুকুর বাজার থেকে এজাহারনামীয় ১নং আসামী – মোঃ রহিম (৩৮), পিতা মোঃ মমতাজ, সাং-কুড়াহার কাঁঠালকুশি, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST