ঢাকাMonday , 7 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ সমাবেশ।

দেশ চ্যানেল
April 7, 2025 12:26 pm
Link Copied!

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে আজ ০৭ এপ্রিল পানছড়ির সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পানছড়ি বাজার কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গন হতে পানছড়ি সর্বস্তরের জনগণের উপস্থিতিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হাজার হাজার তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের মানবাধিকার লঙ্ঘন এবং বর্বর আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “ফিলিস্তিনের নিরীহ মানুষদের উপর ইসরাইলের আক্রমণ নিঃসন্দেহে মানবাধিকারের লঙ্ঘন এবং এটি বিশ্বব্যাপী সমালোচনা ও ঘৃনার সৃষ্টি করেছে।” বক্তারা ইসরাইলের পণ্য বর্জন এবং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার দাবি জানিয়ে বলেন, “বিশ্ববাসী যদি ইসরাইলের অব্যাহত বর্বরতা থামাতে না পারে, তবে আমাদের প্রতিবাদ আরও তীব্র হবে।”

সমাবেশে স্থানীয় নেতারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সোলিডারিটি শোক প্রস্তাব পাশ করেন এবং মানবাধিকার রক্ষায় সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বাজারের প্রধান প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST