ধুনট (বগুড়া) – সারাদেশের মত ধুনটের মথুরাপুর ইউনিয়নের সাধারণ মানুষ ইজরায়েল কর্তৃক ফিলিস্তিনে বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ইজরায়েলী পণ্য বয়কটের আহ্বান জানান।
ফিলিস্তিনে মজলুম জনতার পক্ষে বিশ্বব্যাপী হরতাল কর্মসূচিকে সমর্থন জানিয়ে ৭ এপ্রিল (সোমবার) জোহর নামাজ শেষে মথুরাপুর কেন্দ্রীয় মসজিদ থেকে এক গণবিক্ষোভ মিছিল পুরো বাজার এলাকা প্রদক্ষিণ করে। এসময় সাধারণ মানুষের হাতে ইজরায়েলী পণ্য বয়কটের লিফলেট পোস্টার এবং ফিলিস্তিনে বর্বরোচিত হামলার বিভৎস চিত্র প্রদর্শিত হয়। সাধারণ মানুষ ফিলিস্তিনের পতাকা নিয়ে ”ফিলিস্তিন জিন্দাবাদ”, ইজরায়েল বয়কট”! রশি লাগলে রশি নে, খুনী নিয়াহুর ফাঁসি দে! তুমি কে আমি কে? মুসলিম, মুসলিম। এমন-ই বিপ্লবী স্লোগানে প্রতিবাদ সমাবেশ করে।
স্থানীয় মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলামের তেজদীপ্ত বক্তব্য এবং নির্যাতিত ফিলিস্তিন মুসলিম সম্প্রদায়ের বিজয় কামনা কল্পে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, মুসলিম সম্প্রদায় ঐক্যবদ্ধ হলে আমেরিকা এবং ইজরায়েলের আগ্রাসন বিলুপ্ত হবে।