ঢাকাTuesday , 8 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

জামিন নামঞ্জুর হওয়াতে কারাগারে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি।

দেশ চ্যানেল
April 8, 2025 10:23 am
Link Copied!

মোঃ আশরাফুল ইসলাম,মানিকগঞ্জ প্রতিনিধি.

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।উচ্চ আদালত থেকে নেওয়া আগাম জামিনের মেয়াদ শেষ হলে আত্মসমর্পণ করতে জেলা আদালতে গিয়েছিলেন গোলাম মহীউদ্দীন।

মঙ্গলবার (৮ই এপ্রিল) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরা। দীর্ঘ সময় শুনানি শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায় বিচার প্রার্থনা করলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এই আদেশ দেন।

জানা যায়, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে চারটি নাশকতা মামলা রয়েছে। এর মধ্যেই তিনি মহামান্য হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। পরে আজ সকালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে কোন কোন মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন এবং আজ কোন মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে সে ব্যাপারে কোন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

সরকারের কাছে গোলাম মহীউদ্দীনের অবৈধ পন্থায় অর্জিত সম্পদ জব্দ করে রাষ্ট্রিয় কোষাগারে জমা নেয়ার দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালিন মানিকগঞ্জে নেতৃত্বদানকারী ওমর ফারুক বলেন, গোলাম মহীউদ্দীন জেলা আওয়ামী লীগ সভাপতি হওয়া সত্ত্বেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি । আজ হয়তো আদালতে আত্মসমর্পণ করতে না আসলে এবং জানিম নামঞ্জুর না হলে হয়তো সে এখনো ধরা ছোয়ার বাহিরে থাকতো । তার বিরুদ্ধে থাকা অভিযোগ গুলো গুরুত্বসহকারে তদন্ত করে তার যথাযথ শস্তি নিশ্চিত করতে হবে ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আ.ফ.ম নুরতাজ আলম বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি উচ্চ আদালত থেকে দুই মাসের জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়াও তিনি আরও বলেন, মহিউদ্দিনের নির্দেশে যুবলীগ-ছাত্রলীগের ক্যাডাররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা চালায়। তিনি পরিকল্পনা করে জেলা বিএনপির অফিসে অগ্নিসংযোগ করান। তার পরিকল্পনায় জুলাই-আগষ্টে মানিকগঞ্জ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

এর আগে আসামিপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বাদশা আওয়ামী লীগ নেতা গোলাম মহীউদ্দীনের পক্ষে আদালতে তার বয়স, শারীরিক অবস্থা এবং রাজনৈতিক পরিচিতি বিবেচনায় জামিন আবেদন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST