মোঃ আরফাতুল ইসলাম (সানি) কক্সবাজার জেলা প্রতিনিধি:
বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় চকরিয়া উপজেলা কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ী মাতামুহুরি ব্রীজের নীচ থেকে ৪ ও ৬ বছর বয়সের ২ শিশু ( পরস্পর মামাত ফোফাত ভাই বোন) ও হালকাকারা ২নং ওয়ার্ড এলাকা মাতামুহুরী নদী থেকে মানসিক ভারসাম্যহীন কাইয়ুম (২৭) নামের আরো এক যুবক সহ ৩ টি ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে। প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা গেছে। তবে চকরিয়া থানা সুত্র জানায় ভারসাম্যহীন কাইয়ুমের মরদেহ থানা হেফাজতে আনা হলেও শিশু দু’টির মরদেহ থানাকে দেয়নি নিহতের স্বজনরা।
কাকারা মাঝেরফাঁড়ী ব্রিজের নিচে মাতামুহুরী নদী থেকে উদ্ধার শিশুপুত্রটি মাসুদ (৬) ওই এলাকার রাশেদের ও হুজাইফা তারান্নুম (৪) মেয়েটি প্রবাসী ছাবেরের কন্যা শিশু বলে জানা গেছে।
অপরদিকে চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকা থেকে উদ্ধার হওয়া মানসিক ভারসাম্যহীন কাইয়ুম (২৭) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা মগবাজার এলাকার মৃত নুরুচ্চুবহান তহসিলদারের পুত্র। এলাকাবাসীর মতে কাইয়ুম দীর্ঘ ১২-১৫ বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে বাজারে খাবার ও টাকা ভিক্ষা করে চলতো।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুর রহমান। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।