ঢাকাWednesday , 9 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদী থেকে ২ শিশু ১মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সহ ৩ মরদেহ উদ্ধার।

দেশ চ্যানেল
April 9, 2025 11:15 am
Link Copied!

মোঃ আরফাতুল ইসলাম (সানি) কক্সবাজার জেলা প্রতিনিধি:

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টায় চকরিয়া উপজেলা কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ী মাতামুহুরি ব্রীজের নীচ থেকে ৪ ও ৬ বছর বয়সের ২ শিশু ( পরস্পর মামাত ফোফাত ভাই বোন) ও হালকাকারা ২নং ওয়ার্ড এলাকা মাতামুহুরী নদী থেকে মানসিক ভারসাম্যহীন কাইয়ুম (২৭) নামের আরো এক যুবক সহ ৩ টি ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে। প্রশাসন ও স্থানীয় সুত্রে জানা গেছে। তবে চকরিয়া থানা সুত্র জানায় ভারসাম্যহীন কাইয়ুমের মরদেহ থানা হেফাজতে আনা হলেও শিশু দু’টির মরদেহ থানাকে দেয়নি নিহতের স্বজনরা।

কাকারা মাঝেরফাঁড়ী ব্রিজের নিচে মাতামুহুরী নদী থেকে উদ্ধার শিশুপুত্রটি মাসুদ (৬) ওই এলাকার রাশেদের ও হুজাইফা তারান্নুম (৪) মেয়েটি প্রবাসী ছাবেরের কন্যা শিশু বলে জানা গেছে।

অপরদিকে চকরিয়া পৌরসভার হালকাকারা এলাকা থেকে উদ্ধার হওয়া মানসিক ভারসাম্যহীন কাইয়ুম (২৭) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা মগবাজার এলাকার মৃত নুরুচ্চুবহান তহসিলদারের পুত্র। এলাকাবাসীর মতে কাইয়ুম দীর্ঘ ১২-১৫ বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে বাজারে খাবার ও টাকা ভিক্ষা করে চলতো।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুর রহমান। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST