ঢাকাFriday , 11 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর নিয়ামতপুরে  গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২-

দেশ চ্যানেল
April 11, 2025 5:53 am
Link Copied!

মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় শোকে কাতর  স্বজনরা।
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জমির সীমানায় মাত্র ৪হাজার টাকার মূল্যের গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ থেকে ১৫ জন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল  বৃহস্পতিবার (১০ এপ্রিল)  নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের  বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং একই এলাকার মৃত আফসার আলীর ছেলে আজিজুল হক (৫৫)।

নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান
ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ও লালচানের বুধুরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগালে জমিজমা মাপজোক করে গাছটি লালচানদের জমির মধ্যে পড়ে। গাছটি  সাইফুল লাগানোর সুবাদে উভয়পক্ষের সম্মতিতে সাইফুল ইসলাম গত বুধবার মেহগনি গাছ কাটলে দুপক্ষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়।

গতকাল বৃহস্পতিবার  সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তার অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বললে সাইফুল ইসলাম ব্যস্ত আছেন বলে জানান। এ সময় লালচান, কাশেম হাজিসহ ২০-২৫ জন রামদা, কুড়াল, হাসুয়া ও দেশীয় অস্ত্র   নিয়ে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হন আরও আট থেকে ১০ জন। আহতদের মধ্যে আজিজুল ইসলামসহ চার-পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান আজিজুল হক।

নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন,  বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহতর ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন মহিলা ।  পুলিশের অভিযান চলমান রয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST