ঢাকাSaturday , 12 April 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভোক্তা অধিকারের অভিযান: জরিমানা,ভেজাল ড্রিংকস ধ্বংস।

দেশ চ্যানেল
April 12, 2025 2:32 pm
Link Copied!

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়েছেন। এ সময় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।

শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক শনিবার জীবননগর উপজেলার কাশিপুর গ্রামে মাঠপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ ড্রিংকস বিষয়ে তদারকি করা হয়। এ সময় অবৈধ ড্রিংকস বিক্রি করার অপরাধে রত্না সুপার ড্রিংকসের স্বত্বাধিকারী মো. ইস্রাফিল হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সংশ্লিষ্ট ব্যবসায়ীকে যথাযথ কর্তৃপক্ষ হতে লাইসেন্স গ্রহণ করে মানসম্মত ড্রিংকস তৈরি ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এসময় ৪৩২০ পিস ভেজাল ড্রিংকস ধ্বংস করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, শিক্ষার্থী প্রতিনিধি মুশফিকুর রহিম, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি মো, রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST